
নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামে ফের খোলা হচ্ছে সেভ হোম কোয়ারেন্টাইন সেন্টার। গত বছর করোনা আবহে তৈরি করা হয়েছিল ওই হোম কোয়ারেন্টাইন সেন্টার।মাঝখানে করোনা বিদায় নিলে বন্ধ করে দেওয়া হয় হোম কোয়ারান্টাইন সেন্টারগুলো। ফের করোনার দ্বিতীয় ঢেউয়ে দিনপ্রতিদিন সংক্রমণের সংখ্যা বাড়ছে । সোমবারেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজের এক বৈঠকে সেভ হোমগুলোকে ফের সক্রিয় করার কথা জানানো হয়।
