শিলিগুড়িতে আবার শুরু ঋত্বিকের নাট্য উৎসব

নিজস্ব প্রতিবেদন ঃ করোনা কালকে কাটিয়ে দু-বছর বাদে আবার ঋত্বিকের নাট‍্য উৎসবের আসর বসতে চলেছে “দীনবন্ধু মঞ্চে”।শিলিগুড়ি ঋত্বিক নাট‍্য সংস্থার উদ্যোগে প্রতি বছরের নাট‍্য উৎসব গত দু-বছর করোনার জন‍্য বন্ধ ছিলো ।চলতি বছর করোনা কিছুটা স্বাভাবিক হওয়ার ফলে সেই উৎসব আবার হতে চলেছে স্থানীয় “দীনবন্ধু মঞ্চে”।বুধবার থেকে আগামী পাঁচদিন শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চ আলোকিত করতে চলেছে “ঋত্বিক উৎসব”।সংগঠনের পক্ষে জানানো হয়েছে, নাটক দেখুন –নাটককে ভালোবাসুন । বুধবার সংক্ষিপ্ত আকারে উদ্বোধনী পর্ব সেরে বহরমপুর ঋত্বিক অভিনিত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাট “গোরা” নাটক দিয়ে শুরু হয় নাট‍্য-উৎসবের।এই উৎসব চলবে আগামী রবিবার পর্যন্ত।
উদ্বোধক ডঃ হৈমন্তী চট্টোপাধ্যায়, সদস‍্য সচিব পশ্চিমবঙ্গ রাজ‍্য একাডেমি।থিয়েটার জগতের আরেক নাম শ‍্যামাপদ মুখোপাধ্যায়কে ঋত্বিক সন্মান দিয়ে ভুষিত করা হয়েছে এবার