বাবা সব্জি বিক্রেতা,রাজ্যে নবম বক্সিরহাটের তুষার

নিজস্ব প্রতিবেদন ঃ কোচবিহার জেলার রাম ভোলা হাই স্কুলের ছাত্র সত্যম বণিক এবার মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে সপ্তম স্থান অধিকার করলো।ছেলের সাফল্যে খুশি হয়ে মিষ্টি বিতরণ করে বাবা।পড়াশোনায় মেধাবী ছাত্র সত্যম। পড়াশোনার পাশাপশি ক্রিকেট খেলতে ও ড্রয়িং করতে ভাল লাগে তার।আগামীদিনে বিজ্ঞান নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে তার।এর সঙ্গে ইঞ্জিনিয়ারিং অথবা মেডিক্যাল লাইনে পড়াশোনার ইচ্ছে রয়েছে।
অপরদিকে মাধ্যমিকে ৬৮৪ নম্বর পেয়ে রাজ্যে সম্ভাব্য নবম স্থান অধিকার করেছে কোচবিহার জেলারই বক্সিরহাটের তুষার দেবনাথ। কোচবিহার জেলার তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের বক্সিরহাট সুভাষপল্লী এলাকায় বাড়ি তুষার দেবনাথের। সে বক্সিরহাট হাই স্কুলের ছাত্র। তুষারের বাবা পেশায় একজন সবজি বিক্রেতা। মা গৃহবধূ। অভাবের সংসারে সকলের সহযোগিতা নিয়ে মাধ্যমিক পরীক্ষায় বসেছিল তুষার। দিনরাত্রি পরিশ্রম করে রাজ্যে নবম স্থান অধিকার করে নেয়।বিভিন্ন সময় স্কুলের শিক্ষকরা বই দিয়ে এবং কখনো আর্থিকভাবে সহযোগিতা করেছিল তুষারকে। আগামী দিনে তুষার ডাক্তারি পড়তে চায় কিন্তু তার স্বপ্নের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে আর্থিক অনটন। তাই ছেলের স্বপ্ন পূরণ করতে সরকারের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন তুষারের বাবা তপন দেবনাথ।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন-

https://youtu.be/RmfMN0FS4p8