কৃতী পাওয়ার লিফটারদের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদন ঃ কলকাতায় অনুষ্ঠিত রাজ্য পাওয়ার লিফটিং বেঞ্চ প্রেস এন্ড ডেডলিফ প্রতিযোগিতায় সফল হলেন দার্জিলিং জেলার পাওয়ার লিফটাররা।গত ১৫ ও ১৭ জুলাই সেই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে দার্জিলিং জেলার প্রতিযোগিরা বেশ কিছু সোনা এবং ব্রোঞ্জ জিতেছেন।তাদের এই সাফল্যের জন্য তাদেরকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ব বিখ্যাত পাওয়ার লিফটার অশোক চক্রবর্তী।