প্লাস্টিক ক্যারিব্যাগ নিয়ে সচেতনতার অভিযান শিলিগুড়িতে

নিজস্ব প্রতিবেদন ঃ প্লাস্টিক ক্যারিব্যাগ নিয়ে মানুষকে সচেতন করার অভিযানে নামলো শিলিগুড়ি পুরসভার ৩ নম্বর বোরো কমিটি। মঙ্গলবার ৩নম্বর বোরো কমিটির চেয়ারম্যান মিলি শীল সিনহার নেতৃত্বে শিলিগুড়ির ফুলেশ্বরী বাজারে অভিযান হয়। এই অভিযানে অসচেতন মানুষদের সচেতন করার পাশাপাশি বিপুল পরিমাণ সিঙ্গেল ইউজ প্লাস্টিক ও থার্মোকলের জিনিসপত্র আটক করা হয় ব্যবসায়ীদের কাছ থেকে। এদিন মিলি শীল সিনহা জানান, সিঙ্গেল ইউজ প্লাস্টিক পরিবেশের জন্য কতটা ক্ষতিকারক সে বিষয়ে বার বার করে মানুষকে সচেতন করা হলেও এখনো কিছু মানুষ এই বিষয়ে সচেতন নয়। তিনি সকলের কাছে প্লাস্টিকের ব্যাগ ব্যাবহার না করার পরামর্শ দেন। এদিনের এই অভিযানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরসভার চেয়ারম্যান তথা ২৪নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রতুল চক্রবর্তী, ২৩ নম্বার ওয়ার্ডের কাউন্সিলর লক্ষী পাল সহ বৃহত্তর খুচরো ব্যবসায়ী সমিতির সম্পাদক বিপ্লব রায় মুহুরি সহ বোরো কমিটির অন্যান্য সদস্যরা।