
নিজস্ব প্রতিবেদন ঃ নানান তারের জঞ্জালে জর্জরিত শিলিগুড়ি। বৈদ্যুতিক তার,কেবল তার সহ আরও অনেক তার এক খুঁটি থেকে আরেক খুঁটিতে জড়ানো।তারের সেসব জটে কখনো আগুনও ধরে যায়।অনেক সময় তা ঝুকিপূর্ন হয়ে যায়। কিন্তু এবারে সেই জটিলতা দূর হতে চলেছে। এবার শিলিগুড়ি শহরে মাটির নীচ দিয়ে বৈদ্যুতিক তার বসছে।
প্রায় ৫৫০ কিলোমিটার মাটির নিচ দিয়ে বৈদ্যুতিক তারের সংযোগ শিলিগুড়ি শহরে করা হবে বলে মেয়র গৌতম দেব জানিয়েছেন।
তারের জঞ্জাল থেকে শিলিগুড়ি শহরকে মুক্ত করতে শহরের প্রায় ৫৫০ কিলোমিটার মাটির নিচ দিয়ে বৈদ্যুতিক তারের সংযোগ করা হবে।
মেয়র গৌতম দেব বলেছেন,
দীর্ঘদিন ধরে শহরের ওপর দিয়ে টাঙানো বৈদ্যুতিক তারের জেরে নানা সমস্যা হয়েছে । অনেকবার বৈদ্যুতিক খুঁটিতে আগুন লেগেছে । সেই সমস্যা সমাধানের কথা মাথায় রেখে মাটির নিচ দিয়ে বৈদ্যুতিক তারের সংযোগ করার কথা চিন্তাভাবনা করছিলো শিলিগুড়ি পুরসভা। এবার বিদ্যুৎ বিভাগের এই কাজ করতে চলেছে। পুরো কাজের টেন্ডার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ।
আসছে সেপ্টেম্বর মাসের মধ্যে এই বিষয়ে টেন্ডার প্রক্রিয়া শেষ হওয়ার কথা রয়েছে। এরপর দুর্গাপূজার পরে কাজ শুরু হবে। প্রায় ৫৫০ কিলোমিটার মাটির নিচ দিয়ে এই তারের সংযোগ হবে। একটি তারের সংযোগ হবে শিলিগুড়ি এয়ারভিউ মোড় থেকে ভেনাস মোড় হয়ে বাঘাযোতিন পার্ক পর্যন্ত, আরেকটি তারের সংযোগ হবে চিলড্রেন পার্ক থেকে শিলিগুড়ি মহকুমা পরিষদের সামনে দিয়ে বিধান রোড হয়ে শেঠ শ্রীলাল মার্কেট পর্যন্ত।এছাড়াও আরেকটি তার সংযোগ হবে পানিট্যাংকি মোড় থেকে শালুগাড়া পর্যন্ত। একবারে নয়,কয়েক দফায় এই কাজ হবে।

বুধবার শিলিগুড়িতে এই বিষয়টি নিয়ে বিদ্যুৎ বিভাগের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেন মেয়র গৌতম দেব। বৈঠকে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার জেলাশাসক সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —-