হাসি ফুটল পূজার মুখে

নিজস্ব প্রতিবেদন, শিলিগুড়িঃ শিলিগুড়ি চাঁদমনির বস্তিতে থাকে ১৬ বছরের কিশোরী পূজা সিং। ছোট থেকে কোলে চাপিয়ে পূজাকে স্কুলে পৌছাতে হয় ওর পরিবারকে। ও নিজে হাঁটতে পারে না,শারীরিক প্রতিবন্ধী। আর এরমধ্যেই চলতি বছরে মাধ্যমিক পাশ করেছে পূজা।কিন্তু বাকি ক্লাসে ওর পড়াশোনা হবে কি করে, তা নিয়ে চিন্তা গ্রাস করেছিল। ওর মুখের হাসি উবে গিয়েছিল।সোমবার সমাজসেবী মদন ভট্টাচার্য পূজার বাড়িতে গিয়ে বিভিন্ন সাহায্যের মাধ্যমে ওর মুখে হাসি ফোটালেন।
নিজের জন্মদিনকে সামনে রেখে সমাজসেবী মদনবাবু সোমবার পূজাকে একটি হুইল চেয়ার তুলে দিয়েছেন।তার পাশাপাশি দিয়েছেন একাদশ শ্রেনীর পাঠ্যপুস্তক। সঙ্গে দিয়েছেন হরলিক্স সহ বিভিন্ন খাদ্যসামগ্রী। স্কুলের পোষাকের জন্য দিয়েছেন কিছু টাকা।পূজার বাবা গনেশ সিং সামান্য জনমজুর।একেই গরিব,তারপর আবার মেয়ে প্রতিব, মেয়েকে পড়াবেন কিভাবে তা নিয়ে চিন্তায় ছিলেন।এদিন মদনবাবু ওইসব সাহায্য করায় তিনি বেশ খুশি।