শিলিগুড়িতে নতুন রুপে গোষ্ঠ পালের মূর্তি

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি পুর সভার উদ্যোগে ভারতীয় ফুটবলের কিংবদন্তি খেলোয়াড় পদ্মশ্রী গোষ্ঠ পালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে তার ১২৫ তম জন্মজয়ন্তী উদযাপিত হয় শুক্রবার । শিলিগুড়ি পুর সভার অর্থানুকূল্যে বিধান রোডে তার পূর্ণাবয়ব মূর্তিটিকে নবরূপদান করা হয়েছে। শুক্রবার শিলিগুড়ি বিধান রোডের গোষ্ঠ পাল মোড়ে এনিয়ে অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব, প্রশাসক মন্ডলীর সদস্য রঞ্জন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।