
নিজস্ব প্রতিবেদন ঃশ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার শিলিগুড়ির ইসকন মন্দিরে ভক্তদের ঢল নামে। এদিন ৫২৪৯তম শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী। গোটা দেশের সঙ্গে শহর শিলিগুড়ির ইসকন মন্দিরেও উৎসাহ এবং ভক্তির সঙ্গে পালিত হচ্ছে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী। শুধু শিলিগুড়ি নয়, শিলিগুড়ির আশেপাশের বিভিন্ন জায়গা থেকে ভক্তরা এসেও ইসকন মন্দিরে ভিড় জমান।
অপরদিকে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে কোচবিহার দেবীবাড়িতে বড় দেবীর পুজো করা হয় এদিন। বড় দেবীর গৃহ পূজা দেবী বাড়িতে এদিন শেষ হয়। এরপর রাধা অষ্টমীতে আবার এই গৃহ পূজা শুরু হবে। রাধা অষ্টমীতে বড় দেবীর বিশেষ স্নানও সম্পন্ন হবে। এর তিনদিন পরেই বড় দেবীর পুজোর মূর্তির জন্য খড় মাটির কাজ শুরু হয়ে যাবে।
শুক্রবার কোচবিহার মদনমোহন বাড়ির প্রধান পুরোহিত হীরেন্দ্রনাথ ভট্টাচার্য জানান, “এই কৃষ্ণ অষ্টমীতে বড় দেবীর বিশেষ পুজো অনুষ্ঠিত হচ্ছে। এরপর রাধা অষ্টমী পর্যন্ত মদনমোহন বাড়িতেই নিত্য পূজা চলবে এবং রাধা অষ্টমীর দিন থেকে আবার বড় দেবীর এখানে গৃহ পূজা শুরু হবে”।
⭕*জলপাইগুড়িতে সাড়ম্বরে পালিত হলো জন্মাষ্টমীর অনুষ্ঠান।*
এদিকে শুক্রবার শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জলপাইগুড়ি শিল্প সমিতি পাড়া, সারদাশিল্প সমিতি পাড়ার সারদার শিশুতীর্থের খুদে ছাত্র ছাত্রীরা রাধাকৃষ্ণ সেজে প্রতিযোগিতার জন্য স্কুলে আসে। জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত নানান অনুষ্ঠানে অংশ নেয় তারা।
এদিনের এই আয়োজনে ছিলো ভজন কীর্তন সহ বিভিন্ন অনুষ্ঠান । এরই পাশাপাশি অভিভাবক সহ এলাকার সাধারণ মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় এদিন। গত দুবছর করোনা এবং লকডাউনের কারণে অনলাইনে প্রতিযোগিতা হলেও এবারে এ ধরনের অনুষ্ঠান করতে পেরে খুশি সকলেই।
