
নিজস্ব প্রতিবেদন ঃ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে পিছিয়ে পড়া মানুষদের মধ্যে পানীয় জল বণ্টনের সূচনা হল শুক্রবার বিকালে শিলিগুড়ি শহর লাগোয়া ছোট ফাঁপড়ি এলাকায়। স্থানীয় রাধাকৃষ্ণ মন্দিরে সেই জল বিতরণ প্রকল্পের সূচনা করেন পদ্মশ্রী করিমূল হক। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সমাজসেবী অপূর্ব ঘোষ এবং মন্দির কমিটির সভাপতি সহ অন্যরা।প্রয়াত নরেন্দ্র ঘোষের স্মৃতির উদ্দেশ্যে এই পানীয় জল সেবা প্রকল্প রুপায়ন করেন নারায়ন ঘোষ। শিলিগুড়ি জ্যোতিনগর নিবাসী সমাজসেবী অপূর্ব ঘোষের বাবা হলেন নারায়ন ঘোষ। সকাল সন্ধ্যা সবসময় ওই মন্দির চত্ত্বর থেকে পানীয় জল বিতরন হবে সকলের মধ্যে। পাশেই রয়েছে বৈকুন্ঠপুর ফরেস্ট। বহু গরিব মানুষ জঙ্গলে কাঠ কুড়ান। স্থানীয় বহু মানুষ পিছিয়ে পড়া, জনমজুর। শহরে তাঁরা কাজ করতে আসেন।কাজে যাওয়ার সময় এবং কাজ থেকে ফেরার সময় তাঁরা বিশুদ্ধ পানীয় জলের জন্য হা পিত্যেশ করেন।তাদের সকলের জন্য এই পানীয় জল প্রকল্প বেশ জনমুখী এবং মহৎ একটি প্রয়াস বলে পদ্মশ্রী করিমূল হক জানিয়েছেন। এলাকার বহু মানুষ বিশুদ্ধ পানীয় জল না পেয়ে পেটের রোগে ভোগেন। তাদের জন্যও অপূর্ববাবুদের এই প্রয়াস বেশ প্রশংসনীয় বলে এলাকার অনেকেই উল্লেখ করেন।
