বালুরঘাট পুরসভার ২৫টি ওয়ার্ডে ডেঙ্গু বিজয় অভিযান পুরসভার

নিজস্ব সংবাদদাতাঃ বালুরঘাট পুরসভার ২৫ টি ওয়ার্ডে ডেঙ্গু বিজয় অভিযানে নামল পুরসভা। রবিবার পুরসভার অফিসের সামনে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই অভিযান এর সূচনা করা হয়‌। মানুষকে আরও সচেতন করতে বিশেষ প্রদর্শনী ভ্যানেরও সূচনা করেন জেলাশাসক।

বিগত দু’দিন ধরে পুরসভার বিভিন্ন ওয়ার্ডে রাস্তার পাশে জমে থাকা জঙ্গল পরিষ্কার চলছিল। এছাড়াও যাতে জল দাঁড়িয়ে না থাকে কোন জায়গায় সেদিকেও নজর রাখছিলেন পুরসভার সাফাই কর্মীরা। এখনো পর্যন্ত বালুরঘাট শহরের দুজনের ডেঙ্গু হয়েছে বলে জানিয়েছেন মহকুমা শাসক পুরসভার প্রশাসক বিশ্বরঞ্জন মুখার্জি। দক্ষিণ দিনাজপুর জেলার বেশ কিছু এলাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা যায়। এবার প্রথম থেকেই যাতে আরও মানুষ সচেতন হয় এবং শহরের মধ্যে যাতে ডেঙ্গুর প্রভাব না ছড়িয়ে পরে সে কারণেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন পুর প্রশাসক।