কোচবিহারে মাস্ক হাতে সচেতনতার রাস্তায় অসুর

নিজস্ব সংবাদদাতাঃমর্ত্যে এলো অশুর। তবে সৃষ্টিকে ধ্বংস করতে নয়, ধ্বংসের হাত থেকে করোনাকে সরাতে।

রবিবার কোচবিহারের অনাসৃষ্টি নামে একটি সংস্থা অভিনবভাবে মানুষকে সচেতন করতে পথে নেমেছে । অসুর মাস্ক হাতে ঘুরে বেড়াচ্ছে ভবানীগঞ্জ বাজারে। যে সমস্ত ব্যক্তি মাস্ক ছাড়া রাস্তায় বেরিয়েছেন তাদের দিকে তেড়ে গিয়ে মাস্ক হাতে দিয়ে সচেতন করলো অসুর। এদিন সংস্থার সদস্যরা বলেন, এখনো মানুষ সম্পূর্ণ সচেতন নয়। এই কারণে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে এই উদ্যোগ । যেহেতু মহালয়া হয়ে গেছে তাই অসুর সাজিয়ে নিয়ে আসা হলো।