
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ২০ সেপ্টেম্বরঃ রবিবার শিলিগুড়িতে ফের অনেকটাই কমলো করোনা আক্রান্তের সংখ্যা। এদিন শিলিগুড়ি পুরসভা এলাকায় নতুন করে করোনায় আক্রান্ত হলেন মোট ৩৫ জন। এদিন দার্জিলিং জেলায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৬৪ জন। দার্জিলিং জেলার অন্তর্গত শিলিগুড়ি পুর এলাকার ৩৩ টি ওয়ার্ডে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮ জন, এবং জলপাইগুড়ি জেলার অন্তর্গত শিলিগুড়ি পুর সভার সংযোজিত এলাকার ১৭ টি ওয়ার্ডে করোনায় সংক্রামিত হয়েছেন মোট ৮ জন। এদিন শিলিগুড়ি পুর সভার ২ ৩ ৮ ১০ ১৩ ১৬ ২৪ ২৫ ৩২ ৩৪ ৩৫ ৩৭ ৩৮ ৪১ ৪২ ৪৩ ৪৪ নম্বর ওয়ার্ডে করোনা সংক্রমনের খবর মিলেছে।

এদিন শিলিগুড়ি মহকুমার নক্সালবাড়ি ব্লকে ১৯ খড়িবাড়ি ব্লকে ৩, মাটিগাড়া ব্লকে ১২, সুকনায় ৩, সুখিয়া পোখরিতে ১, কার্শিয়াং পুর এলাকায় ১, দার্জিলিং পুর এলাকায় ৭ জনের শরীরে নতুন করে করোনার সংক্রমনের খবর মিলেছে। এদিন কালিম্পং জেলাতেও নতুন করে করোনায় আক্রান্তের খবর নেই।
রবিবার করোনায় আক্রান্ত হয়ে শিলিগুড়িতে মৃত্যু হয়েছে ৩ জনের। মৃতদের মধ্যে রয়েছেন শিলিগুড়ি সেবক রোডের শাস্ত্রীনগরের বাসিন্দা নর বাহাদুর লিম্বু, শিলিগুড়ি গুরুংবস্তির বাসিন্দা জ্যোৎস্না সাহা এবং উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার বাসিন্দা আব্দুল কালামের। দার্জিলিং জেলার বিভিন্ন সরকার অধিগৃহীত কোভিড হাসপাতাল, সেফ হোম এবং হোম আইসোলেশন থেকে মোট ৯১ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন দার্জিলিং জেলাশাসক এস পন্নমবলম।