উত্তর সিকিমে স্বর্নিম বিজয় বর্ষের জন্য ট্রাই সার্ভিস পর্বতারোহণ অভিযান

নিজস্ব প্রতিবেদন ঃ : সেনাবাহিনীর পর্বতারোহন | ২০ সেপ্টেম্বর ২০২১ তারিখে উত্তর সিকিমের খংগেংয়াও পর্বতের জন্য পর্বতারোহণ অভিযান গুরুদংমার লেক থেকে পতাকা প্রদর্শনের মাধ্যমে শুরু হয়। ১৯৭১ সালের ভারত -পাক যুদ্ধে ভারতের যুদ্ধ জয়ের স্মৃতি উদযাপন উপলক্ষ্যে এই অভিযান | লেফটেন্যান্ট কর্নেল মির্জা জাহিদের নেতৃত্বে ১৮ সদস্যের ট্রাই সার্ভিস দল অক্টোবরের সাত তারিখের মধ্যে সিকিমের চতুর্থ সর্বোচ্চ চূড়ায় এবং ভারতের দশম সর্বোচ্চ চূড়ায় পৌঁছবে বলে আশা করা হচ্ছে।
৬৮৮৯ মিটার উচ্চতার মাউন্ট খানচেনগিয়াও শৃঙ্গ আরোহণ, বরফের দেয়াল, হিমায়িত তাপমাত্রা এবং বিরল পরিবেশের কারণে সবচেয়ে চ্যালেঞ্জিং শৃঙ্গের মধ্যে বিবেচিত হয়।