“আমরা নারী শক্তিকে আবাহন করি কিন্তু প্রকৃত অর্থে নারীদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার আবাহন করি না “

নিজস্ব প্রতিবেদন ঃ আমরা নারী শক্তিকে আবাহন করি বটে।কিন্তু প্রকৃত অর্থে নারীদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার আবাহন করি না। ফলে আমাদের নারীদের প্রতিভার স্ফুরন ঘটছে না। নারী শিক্ষার বিস্তারের সঙ্গে সঙ্গে নারীদের আরও কর্মমুখী করে তুলতে পারলে আমাদের জিডিপি বৃদ্ধি পাবে। জিডিপি বৃদ্ধির সঙ্গে নারীরা নিজেদের উন্নতি সাধন করে প্রকৃতির প্রমে থাকলে দেশ ও সমাজের ব্যাপক উন্নতি সাধন হবে। বিশিষ্ট আয়ুর্বেদিক চিকিৎসক ডাঃ সৌম্যদীপ কর শারদীয়া উৎসবের ভাবনায় এইসব অভিমত জানালেন।শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকে তিনি সরকারি আয়ুর্বেদিক চিকিৎসক হলেও এই সময় তিনি রাজস্থানের জয়পুরে আয়ুর্বেদের ওপর কিছু পোস্ট গ্র্যাজুয়েট করছেন।সম্প্রতি শিলিগুড়ি ভারত নগরেে আনন্দমার্গ আশ্রমে ছাত্রদের নিয়ে এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলে তিনি সেখানে মূল্যবান বক্তব্য মেলে ধরেন। আর তার ফাঁকেই তিনি খবরের ঘন্টার কাছে তাঁর শারদীয়া দুর্গোৎসবের ভাবনা মেলে ধরেন। তিনি বলেন, দেবী দুর্গার নয়টি রুপ আসলে নয়টি আয়ুবেদিক বা নয়টি ভেষজ প্রাকৃতিক উপাদানের দিকে দিক নির্দেশ করে। তাই প্রকৃতির কাছে আমাদের নিবিড়ভাবে থাকে প্রয়োজন। প্রকৃতিকে আমাদের নিবিড়ভাবে ভালোবাসা উচিত।
ডাঃ সৌম্যদীপ কর আরও বলেন,অনেকের কাছে টাকা আছে। অনেকেই একটা থেকে দুটা তিনটা গাড়ি কেনার ছবি সোস্যাল মিডিয়ায় পোস্ট করেন। টাকা আছে বলে আজকাল অনেকে নিজের ছেলে বা মেয়ের জন্মদিন পালনের অনুষ্ঠান করেন হোটেলে।অথচ অনাথ আশ্রমের শিশুরা কষ্টে রয়েছে। নিজের কাছে টাকা থাকলে সেই টাকা যদি অনাথ আশ্রমের শিশুদের পিছনে খরচ করা যায় তবে সেটা সমাজের জন্য বড় পজিটিভ ভাইব।কিন্তু হোটেলে পুত্র কন্যার জন্মদিন পালন করে সেই ছবি সোস্যাল মিডিয়ায় পোস্ট করলে তা সমাজের জন্য নেগেটিভ ভাইব বইকি।এখন সমাজে একদল মানুষ তৈরি হয়েছে যাদের কোনো কাজ নেই, আর কাজ নেই বলে তাঁরা পরনিন্দা, হিংসা ছড়ানো,স্বার্থপরতা নিয়ে ব্যস্ত হয়ে উঠছে। অথচ সবাই যদি নিজের নিজের দায়িত্ব কর্তব্য বা শুভ কাজটি নিয়ে ব্যস্ত থাকে তবে তাদের ওপরতো বটেই সমাজেও অশুভ শক্তি প্রভাব ফেলতে পারে না। মানুষের জীবনটা সকলের জন্যই কষ্টকর।জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে জীবনের পর্ব সকলের কাছেই কষ্টকর।সুখটা আমাদের সংগ্রহ করতে হয়।তাই বলতে হয়,নিজে বাঁচুন এবং অন্যকেও বাঁচতে সাহায্য করুন।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—-