শিলিগুড়িতে এবার মহিলা পুরোহিতের মাধ্যমে পুজো

নিজস্ব প্রতিবেদন ঃ পুজো করতে পারেন মহিলারাও।শুধু পুরুষ পুরোহিত সমাজে কেন থাকবেন? মহিলা পুরোহিত কি থাকতে পারে না? মহিলারা সব কাজ এগিয়ে গেলে মন্ত্র পড়ে নিষ্ঠার সঙ্গে পুজো করার কাজে কেন পিছিয়ে থাকবে? এই ভাবনা থেকে শিলিগুড়িতে এবার মহিলারাও পুজোর কাজে নামলেন। বুধবার লক্ষ্মী পূর্নিমা তিথিতে শিলিগুড়ি শক্তিগড়ের বাসিন্দা সঙ্গীতা ভট্টাচার্য শহরে মোট তিনটি লক্ষ্মী পুজো করলেন। দেশবন্ধু পাড়া, মিলন পল্লী এবং হাকিমপাড়ায় তিনটি বাড়িতে গিয়ে তিনি মন্ত্র পাঠ করে সব নিয়ম মেনেই পুজো করেন। সদিচ্ছা ওয়েলফেয়ার সোসাইটির সমাজসেবী মুনমুন সরকার এই উদ্যোগের মূল পরিচালকা।মুনমুনদেবী এদিন সকাল থেকে তাঁর টোটোতে চাপিয়ে পরপর তিনটি বাড়িতে ওই মহিলা পুরোহিতকে পুজো করাতে নিয়ে যান। মুনমুনদেবী বলেন,তাঁরা চান মহিলাদের মাধ্যমে পুজো করার প্রথা শুরু হোক।মহিলাদেরকে পুজোর পদ্ধতি শিখিয়ে পুরেহিত হিসাবে গড়ে তোলার জন্য তাঁরা প্রশিক্ষণ পর্বও করেছেন।