বিনামূল্যে অঙ্কন প্রশিক্ষন শিবির ফালাকাটার প্রত্যন্ত গ্রামে

নিজস্ব প্রতিবেদন ঃ এবার এক অভিনব উদ্যোগ নিল আলিপুরদুয়ার জেলার স্বেচ্ছাসেবী সংস্থা জটেশ্বর এডুকেশন সেন্টার। শনিবার ফালাকাটা ব্লকের সরুগাও এলাকায় পড়ুয়াদের নিয়ে বিনামূল্যে অঙ্কন প্রশিক্ষণ শিবির শুরু করে ওই স্বেচ্ছাসেবী সংস্থাটি। জানা গিয়েছে, সপ্তাহের শনিবার ও রবিবার এই দুই দিন হবে ওই শিবির।এদিন এলাকার প্রায় ৩০ থেকে ৪০ জন পড়ুয়া ওই শিবিরে অংশ নেয় বলে জানা যায়। সংস্থার পক্ষ থেকে সমস্ত ব্যয় ভার বহন করা হবে বলে সংস্থার কর্নধার শাজাহান তালুকদার জানান। এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সর্বস্তরের মানুষ।অঙ্কন শিখতে পেরে ভীষণ খুশি এলাকার পড়ুয়ারা।