থ্যালাসেমিয়া মুক্ত বিশ্ব গড়তে সাইকেলে দিল্লি যাত্রা

নিজস্ব প্রতিবেদন ঃ থ্যালাসেমিয়া মুক্ত পৃথিবী গড়ার লক্ষ্যে আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি থেকে দিল্লীর উদ্দেশ্য সাইকেল নিয়ে যাত্রা শুরু করেছেন রক্তদান আন্দোলনের কর্মী শ্যামাপ্রসাদ দত্ত। তাঁর সঙ্গে আরও একজন রয়েছেন। দিল্লীতে গিয়ে তাঁরা দেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান।তাদের দাবি, থ্যালাসেমিয়া মুক্ত ভারত গড়তে হলে বিয়ের আগে রক্ত পরীক্ষা বাধ্যতামূলক করতে হবে। ক্রান্তির রাজাডাঙা গ্রামে ওই অভিযাত্রীরা শুক্রবার পৌঁছালে পদ্মশ্রী করিমূল হক তাদের অভিনন্দন জানান। তাঁরা পদ্মশ্রীর মানবসেবা সদন হাসপাতালে রাত্রিবাস করেন।