ইচ্ছা থাকলেই উপায় হয়, হতদরিদ্র মানুষদের মধ্যে মশারি বিতরণ শুক্লার

নিজস্ব প্রতিবেদন ঃইচ্ছা থাকলেই উপায় হয়। ইচ্ছা থাকলেই সমাজের জন্য কাজ করা যায়।
ডুয়ার্সের নিউ হাসিমারার তরুনী
শুক্লা দেবনাথ অন্তত তেমনটাই প্রমান করলেন।আর্থিক অবস্থা ভালো নয় শুক্লার। একটি কাজও খুঁজছেন। কিন্তু তারমধ্যেই চা বাগানের অনগ্রসর হতদরিদ্র মানুষদের পাশে বিভিন্ন ভাবে দাঁড়ানোর চেষ্টা করছেন শুক্লা যা এক বিরল ঘটনা। ইতিমধ্যে শুক্লা তাঁর এসব কাজের জন্য দিদি নম্বর ওয়ানও ঘুরে এসেছেন। এবারে শুক্লা নিজে উদ্যোগ নিয়ে নিউ হাসিমারা ছোপর পট্টি বস্তি এলাকায় বিলি করলেন মশারি।সেই বস্তিতে বহু মানুষ দারিদ্রতা এবং সচেতনতার অভাবে মশারি ছাড়াই রাত কাটান।অথচ চারদিকে দাপিয়ে যাচ্ছে ডেঙ্গুর মশা।এই অবস্থায় শনিবার শুক্লাদেবী এলাকায় মশারি বিতরনের পাশাপাশি ডেঙ্গুর বিরুদ্ধে সচেতনতার প্রচার চালান। তাঁর এই প্রয়াসের তারিফ করছেন অনেকেই।