শিলিগুড়ি মহানন্দা নদীর দূষন ঠেকাতে সক্রিয় প্রশাসন

নিজস্ব প্রতিবেদন ঃ দিনের পর দিন দূষিত হয়ে আসছে মহানন্দা নদী।এই নদী বাঁচানোর জন্য শহরের কিছু স্বেচ্ছাসেবী এবং পরিবেশপ্রেমী বারবার আন্দোলন করে আসছেন।মহানন্দা বাঁচাও কমিটির তরফে বিশিষ্ট পরিবেশবিদ জ্যোৎস্না আগরওয়ালা মহানন্দা বাঁচাতে গ্রীন ট্রাইবুনালের দ্বারস্থও হয়েছেন।গ্রীন ট্রাইবুনালও প্রশাসনকে মহানন্দা বাঁচাতে কার্যকরী ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছে। আর প্রশাসনও এখন মহানন্দা বাঁচাতে কার্যকরী ইতিবাচক বিভিন্ন পদক্ষেপ নিতে শুরু করেছে।তারই অঙ্গ হিসাবে শিলিগুড়ি সূর্য সেন পার্কের পাশে একটি হাইড্রেনে শহরের সব দূষিত জল পরিশোধন করে মহানন্দায় ফেলা হচ্ছে। এতে মহানন্দা দূষণের মাত্রা অনেকটাই কমছে।প্রশাসনের এই কার্যকরী ভূমিকার তারিফ করছে বিভিন্ন মহল।