
নিজস্ব প্রতিবেদন ঃ কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ইন্সটিটিউট হলে শিলিগুড়ি হায়দরপাড়ার বুদ্ধভারতী হাইস্কুলের প্রধান শিক্ষক স্বপ্নেন্দু নন্দীকে ট্যালি অ্যাকাডেমির পক্ষ থেকে Best *Principal of the year-2021* সংবর্ধিত করা হয়েছে সম্প্রতি ।
*স্বপনেন্দু নন্দী বর্তমানে হায়দরপাড়া বুদ্ধ ভারতী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত।দীর্ঘ 35বছর শিক্ষকতার পর আগামী 31/12/2021 তারিখে তাঁর এই পর্বের কর্মজীবন থেকে অবসর গ্রহণ।
প্রধান শিক্ষক হিসেবে কাজ করতে গিয়ে তিনি প্রচুর ইনোভেটিভ কাজকর্ম করে দৃষ্টান্ত তৈরী করেছেন যেমন: বিগত কয়েক বছর ধরেই ছাত্র ও ছাত্রীদের মধ্যে সমতা আনার লক্ষ্যে ছাত্রীদের প্রশিক্ষণ দিয়ে নির্বাচিত ছাত্রীকে দিয়ে বিদ্যালয়ের সরস্বতী পূজা করিয়েছেন, তার নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা প্রস্তুত করা Soap paper মিড ডে মিলের কুকড খাবারের সময় ব্যবহৃত হয়, বিদ্যালয়ের শিক্ষার্থীদের গণিত ভীতি দূর করার জন্য বিদ্যালয়ে তৈরি করা হয়েছিল গণিতের গবেষণাগার, যেখানে প্রধান শিক্ষকের নেতৃত্বে চলে খেলার ছলে গণিতের অনুশীলন। শ্রী নন্দীর অনুপ্রেরণায় বিদ্যালয় প্রাঙ্গণে মিড ডে মিলের অব্যবহৃত দ্রব্য দিয়ে তৈরি করা হয় সার এবং তা ব্যবহার করা হয় ফুল ও সবজির বাগানে। নতুন ভাবনায় বুদ্ধভারতী বিদ্যালয় প্রাঙ্গণে বসানো আছে অভিযোগ ও মতামত বাক্স, যেখানে মনে করলে বা প্রয়োজন হলে প্রধান শিক্ষক মহাশয়ের বিরুদ্ধেও নামে বা বেনামে লেখা যাবে। পৃথক চিন্তায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা তৈরি করা হয় ভেষজ আবীর ।সামাজিক দায়িত্ব বোধ থেকে প্রতি বছর প্রথম প্রজন্মের শিক্ষার্থীদের দিয়ে বিজ্ঞান ও পরিবেশ বিষয়ক নাটক অভিনয়ের মাধ্যমে সমাজকে সচেতন করার উদ্যোগ গ্রহণ করা হয়। হায়দরপাড়া বুদ্ধ ভারতী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ক্যাম্পাসে পঠনপাঠনের যেকোনো অবসরে প্রবেশ করলেই শোনা যায় নজরুলগীতি বা রবীন্দ্র সঙ্গীতের মিঠে সুর, প্রধান শিক্ষকের কথায়:- শিক্ষার্থীদের সংস্কৃতিমনা তৈরী করার জন্যই এই মিউজিক সিস্টেম ব্যবস্থা।
