অন্যরকম এক কবিতার নেশায় অর্পিতা

নিজস্ব প্রতিবেদন ঃ ইংরেজি মাধ্যমে পড়াশোনা অর্পিতার।কলেজ পাশও করেছেন ইংরেজিতে অনার্স নিয়ে। কিন্তু ইংরেজি নিয়ে যাই পড়া থাকুক না কেন, নিজের মাতৃভাষা বাংলাতেই কবিতা লিখতে ভালোবাসেন অর্পিতা । কবিতার সঙ্গে অনুগল্পতো আছেই। সাম্প্রতিক করোনা থেকে শুরু করে নারী নির্যাতন প্রশ্নেও কলম ধরেছেন তিনি। শব্দ আর ভাবনার মেলবন্ধনে কবিতা লেখা তাঁর নেশা। এর পাশাপাশি আবার শর্ট ফিল্ম তৈরিতেও আছেন তিনি। একটা ছবি তাঁরা কয়েকজন মিলে তৈরি করছেন,
মোরে আরো আরো আরো দাও প্রাণ। তবে এই মুহূর্তে অর্পিতার গুরুত্বপূর্ণ কাজ হলো,বড় দিন ২৫ ডিসেম্বরে প্রকাশ করা একটি সাহিত্য পত্রিকা। নাম পান্ডুলিপি। সাহিত্য চর্চা চালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নিজেদের চা এর দোকানের ব্যবসাও দেখভাল করছেন। সবমিলিয়ে এক অন্যরকম ভাবনা, অন্যরকম এক লড়াইয়ে শিলিগুড়ি নবীন সেন রোড নিবাসী অর্পিতা রায়চৌধুরী।