
নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ির স্বেচ্ছাসেবী সংস্থা বেটার টুমোরো ফাউন্ডেশন বিগত ২০১৯ সাল থেকে প্রতি বছর কোনো একটা এলাকায় প্রাক -বড়দিন উৎসব এর আয়োজন করে আসছে। এবারও তা অনুষ্ঠিত হল। সেই অনুষ্ঠানের শেষে এবার দরিদ্র মানুষের হাতে কিছু খাবার, কেক , কম্বল এবং ছাত্র ছাত্রীদের খাতা কলম তুলে দেওয়া হয়েছে। এবারো বেটার টুমোরো ফাউন্ডেশন মোহরগাওঁ চা বাগান এবং ঘোষ পুকুর থেকে ৮ কিলোমিটার দূরে সাতবিল এলাকায় প্রাক -বড়দিনের উৎসব পালন করেছে। খ্রীষ্টমাস ক্যারোল, বড়দিন ভিত্তিক গানের উপর নৃত্য, বড়দিনের বাণী এবং প্রার্থনাকে সামনে রেখে এবারও ৭৫ জন দরিদ্র মানুষের হাতে কিছু খাবার, কেক , কম্বল তুলে দেওয়া হয়েছে। বিভিন্ন হৃদয়বান মানুষ এই কাজে অনুদান বা জিনিষ দিয়ে সহায়তা করেছেন – বেটার টুমোরো ফাউন্ডেশন তাদের সাহায্যের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে।
