পুতুল নাচের মাধ্যমে প্রাক বড় দিনের অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদন ঃ পুতুল নাচের মাধ্যমে প্রাক বড় দিনের অনুষ্ঠান। সোমবার শিলিগুড়ি মহকুমার খড়িবাড়িতে
তেরাই বি এড কলেজে হাউস অফ প্রেয়ার এর পক্ষ থেকে প্রাক বড়দিন উৎসব পালন করা হয়।
সেখানে ১০০জন শিশুর হাতে সান্তা উপহার ও কেক বিতরণ করা হয় বলে কৌস্তুভ দত্ত জানিয়েছেন। হারিয়ে যাওয়া পুতুল নাচের মাধ্যমে প্রাক বড় দিনের অনুষ্ঠান অন্য পরিবেশ তৈরি করে