নিজস্ব প্রতিবেদন:
আগামী ২৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত শিলিগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে মহকুমা বইমেলা। এ বছর এই বইমেলা ১৫তম বর্ষে পদার্পণ করছে। শিলিগুড়ির বাঘা যতীন পার্কে মেলার আয়োজন করা হয়েছে।

বইমেলার উদ্বোধনে উপস্থিত থাকবেন গৌতম দেব। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেবেন অর্পিতা সরকার। মেলা উপলক্ষে আয়োজিত সাংবাদিক বৈঠকে মেয়র গৌতম দেব জানান, এ বছর বইমেলায় পাঠকদের জন্য থাকবে নানা ধরনের ও বিষয়ভিত্তিক বইয়ের সম্ভার।
তিনি আরও বলেন, বইমেলাকে আরও আকর্ষণীয় করে তুলতে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও কুইজ প্রতিযোগিতা, বসে আঁকো প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতা সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। সব বয়সের মানুষ যাতে আনন্দের সঙ্গে বইমেলার সঙ্গে যুক্ত হতে পারেন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ।
মেয়রের পক্ষ থেকে সাধারণ মানুষকে পরিবার-পরিজন নিয়ে বইমেলায় আসার আমন্ত্রণ জানানো হয়েছে। প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত এই বইমেলা খোলা থাকবে।

