বাড়ি বাড়ি গিয়ে পুরনো জামাকাপড় সংগ্রহ করছে এই সংস্থা

নিজস্ব প্রতিবেদন :শিলিগুড়ি এন্ড স্মাইল সোশাল ওয়েলফেয়ার সোসাইটি এক অভিনব উদ্যেগ গ্রহন করেছে।প্রতি মাসে ছোট বড় সকলের মুখে হাসি ফোটাতে শিলিগুড়ি এন্ড স্মাইল পরিবার শিলিগুড়িবাসীর বাড়ি বাড়ি গিয়ে পুরানো জামা কাপড় সংগ্রহ করছে ।সংগঠনের কর্মকর্তা তথা বিশিষ্ট সমাজসেবী নবকুমার বসাক বলেন, দিন দিন যেভাবে শীতের প্রকোপ বেড়েই চলেছে তাই শীতের হাত থেকে বাগানের অসহায় মানুষদের রক্ষা করতে নিশ্চিন্তপুর চা বাগান ও নিউ চামটা চা বাগানের ৬৫০ জন মানুষের হাতে জামা কাপড় তুলে দেওয়া হলো । শিলিগুড়িবাসীর আশীর্বাদ ও ভালোবাসা পেয়ে শিলিগুড়ি এন্ড স্মাইল পরিবার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে চলেছে। তার জন্য শিলিগুড়িবাসীকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন নবকুমারবাবু।
শিলিগুড়ি এন্ড স্মাইলের
অফিস রাজা রামমোহন রায় রোড, দেব গীতা এপার্টমেন্ট, সংহতি মোড় শিলিগুড়ি। যোগাযোগ নম্বর
7908846581
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন :