
নিজস্ব প্রতিবেদনঃ আবারও ভোটে জয়ী হলে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকাকে একটি মডেল বিধানসভার রুপ দিতে চান তিনি। এলাকায় একটি পুরসভা গঠন, পানীয় জলের সমস্যা সমাধান, জলনিকাশী ব্যবস্থা চাঙ্গা করা, রাস্তাঘাট আরও ভালো করা প্রভৃতি বিভিন্ন কাজ করতে চান ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা আসনের তৃনমুল প্রার্থী তথা বিদায়ী পর্যটন মন্ত্রী গৌতম দেব। আর বিগত দিনে যেসব কাজ করেছেন এলাকার জন্য তা নিয়ে একটি বইও প্রকাশ করতে চলেছেন তিনি। এখন প্রচন্ড ব্যস্ত ভোট প্রচারের কাজে। রবিবার শিলিগুড়ি সেভক রোডে এক অনুষ্ঠানে এসে খবরের ঘন্টার মুখোমুখি হয়ে আরও জানালেন গৌতমবাবু, দুই তৃতীয়াংশ বা তিন চতুর্থাংশ আসন নিয়ে আবারও ক্ষমতায় আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর উত্তরবঙ্গে চল্লিশটিরও বেশি আসন পাবে তৃনমুল।
