খেলা হবে কিন্তু ফাউল হলে ভালো রেফারিও প্রয়োজন, জানালেন বাইচুং ভুটিয়া

বাপি ঘোষ ঃ গত বিধানসভা নির্বাচনে শিলিগুড়ি বিধানসভা আসনে তৃনমুল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন ভারতীয় ফুটবলের আইকন বাইচুং ভুটিয়া। পরাজিত হয়েছিলেন। এবারে তিনি জানাচ্ছেন, বাংলার রাজনীতি ছেড়ে দিয়েছি। সিকিমের একটি আঞ্চলিক দল নিয়ে তিনি এখন আছেন।

বাংলায় এবার ভোটে খেলা হবে বলে রব উঠেছে, এ প্রশ্নের জবাবে ফুটবলের এই নক্ষত্র বলেন, খেলা হবে কিন্তু ভালো খেলোয়াড় যিনি মানুষের কল্যানে কাজ করবেন, তিনিই জিতে আসুন।রবিবার শিলিগুড়ি সেভক রোডের এক অনুষ্ঠানে এসে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। বাইচুং আরও বলেন, যারা ভালো প্রার্থী, ভালো নেতা তাঁরাই জিতে আসুন।যিনি ভালো কাজ করবেন মানুষের জন্য তিনিই জিতুন। খেলা হবে বলে ভোটের ময়দানে হাওয়া হাওয়া চলার সময় ফাউল হলে কি হবে, প্রশ্ন করলে বাইচুং বলেন, খেলায় ভালো রেফারি থাকতে হবে।