
নিজস্ব প্রতিবেদনঃ এগিয়ে আসছে ভোট। আর এই সময় সবাই ভোটের প্রচারে ব্যস্ত থাকায় রক্তদান শিবিরের আয়োজন তলানিতে ঠেকেছে। ফলে ব্লাড ব্যাঙ্কগুলো রক্ত শূন্যতায় ভুগছে।সেদিকে তাকিয়ে রবিবার শিলিগুড়ি নৌকাঘাটে লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি হিউম্যানিটি এবং সদিচ্ছা ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে রক্তদান শিবির অনুষ্ঠিত হল। সহযোগিতায় ছিল শিলিগুড়ি তরাই লায়ন্স ব্লাড সেন্টার। সদিচ্ছা ওয়েলফেয়ার সোসাইটির বিশিষ্ট সমাজসেবী মুনমুন সরকার জানিয়েছেন, তাদের সংস্থা মহিলা পরিচালিত। মহিলারাও এদিন শিবিরে রক্তদান করেন। আগামীতে তাঁরা আরও সামাজিক কাজ চালিয়ে যাবেন। রক্ত দান শিবির আয়োজনে বেশ উৎসাহমূলক কাজ করায় লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি হিউম্যানিটি থেকে সদিচ্ছা ওয়েলফেয়ার সোসাইটিকে একটি সম্মান স্মারক তুলে দেওয়া হয়। লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি হিউম্যানিটির সমাজসেবী সীমা শেঠিয়াকে সংবর্ধনা জানান সদিচ্ছা ওয়েলফেয়ার সোসাইটির কর্নধার মুনমুন সরকার সহ অন্যরা।

অপরদিকে ভোটের আবহে রক্তের সঙ্কট মেটাতে শনিবার শিলিগুড়ি হিলকার্ট রোড ব্যবসায়ী সমিতি রক্তদান শিবিরের আয়োজন করে। সমিতির অন্যতম কর্মকর্তা সনৎ ভৌমিক জানিয়েছেন, মানুষের কথা চিন্তা করেই তাদের এই শিবির।তরাই লায়ন্স ব্লাড সেন্টার এই শিবির আয়োজনে সহায়তা করে। সমিতির সহ সভাপতি অশোক আগরওয়ালা রক্ত দানের প্রয়োজনীয়তার ওপর সকলকে সচেতন করেন সেখানে। শিবিরে এসে রক্তদানে উৎসাহিত করেন গুরুমিত সিং সালুজাও।