
নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ির মেয়ে সীমা চক্রবর্তী তামিলনাড়ুর কাদ্দালোরে পোর্ট অনন্য স্টেডিয়ামে ন্যাশনাল মাস্টার এথলেটিক্স মিটে ৪০০ মিটার দৌড়ে সোনা, ৮০০ ও ১৫০০ মিটারে রুপা জিতে শিলিগুড়ির নাম উজ্জ্বল করলো।স্বেচ্ছাসেবী সংস্থা শিলিগুড়ি এন্ড স্মাইল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটিকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন সীমা। তিনি বলেছেন, এন্ড স্মাইল পরিবার পাশে না থাকলে এই মিটে অংশগ্রহন করা যেতো না । এথলেটিক্স মিটে অংশ নিতে যাওয়ার আগে সীমার পাশে দাঁড়ায় এন্ড স্মাইল পরিবার। এন্ড স্মাইল পরিবারের কর্ণধার নবকুমার বসাক আগামী দিনে আরও সীমার পাশে থাকতে চায়।শিলিগুড়ি শান্তিনগর নিবাসী সীমা এরপর আন্তর্জাতিক এথলেটিক্স মিটে অংশ নিতে চায়।
