আলিপুরদুয়ারকে প্লাস্টিক মুক্ত করতে কাজে নেমেছেন খোদ মহকুমা শাসক

নিজস্ব প্রতিবেদন ঃ  আলিপুরদুয়ারে প্লাস্টিক মুক্ত শহর গড়তে অভিযানে নামলেন খোদ মহকুমাশাসক।
বেশ কিছুদিন ধরেই আলিপুরদুয়ারের মহকুমাশাসক সেই শহরকে প্লাস্টিক মুক্ত করতে উঠেপড়ে লেগেছেন । মহকুমা শাসক বিপ্লব সরকারের অভিযানের জেরে বিগত কদিনে প্রায় ১০০ ক্যুইন্টালের মতো নিষিদ্ধ প্লাস্টিক বাজেয়াপ্ত করা আলিপুরদুয়ার জেলা শহর থেকে। সেই ভাবেই শনিবার আলিপুরদুয়ার জেলা শহরের কোর্ট সংলগ্ন বাজার,নিউটাউন বাজার সহ আরও দুতিনটি বাজারে আচমকা অভিযানে নেমে প্লাস্টিক বাজেয়াপ্ত করেন মহকুমা শাসক। সেই সময় ৩০ জনকে জরিমানাও করা হয়েছে।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —