শ্রীলঙ্কায় দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে সীমা, এগিয়ে এলো এস এফ রোড ব্যবসায়ী সমিতি

নিজস্ব প্রতিবেদন ঃ  শিলিগুড়ির মহিলা এথলেট সীমা চক্রবর্তীকে শ্রীলঙ্কায় খেলতে যাওয়ার জন্য আর্থিক সহযোগিতা করলো শিলিগুড়ি এস এফ রোড ব্যবসায়ী সমিতি। শনিবার শিলিগুড়ি এস এফ রোডে এক অনুষ্ঠানের মাধ্যমে সীমার হাতে নগদ কিছু টাকা তুলে দেন ওই সমিতির সাধারণ সম্পাদক অসিত বরন মৈত্র। অনুষ্ঠানে শিলিগুড়ির পুরনো দিনের বিশিষ্ট খেলোয়াড় স্বপন দে-ও উপস্থিত ছিলেন। বিশিষ্ট এথলেট প্রশিক্ষক দেবকুমার দে সীমাকে সহযোগিতা করবার জন্য এগিয়ে এসেছেন। শ্রীলঙ্কায় যাওয়াআসার জন্য সীমার অর্থ চাই।তাই ক্রীড়া দরদী দেবকুমারবাবু তাঁর পাশে দাঁড়িয়েছেন। শিলিগুড়ির আর একজন সমাজসেবী তথা ক্রীড়া প্রেমী নবকুমার বসাক প্রথম থেকে সীমার প্রতিভা আবিস্কার করে তাঁর পাশে ধারাবাহিকভাবে দাড়িয়ে আসছেন। শনিবার এস এফ রোড ব্যবসায়ী সমিতি থেকে সীমাকে পুস্প স্তবক দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি অসিত বরন মৈত্র বলেন,তাঁরা এই ধরনের সামাজিক কাজ করতে ভালোবাসেন।প্রসঙ্গত শ্রীলঙ্কায় যাওয়ার জন্য সীমার আর্থিক সঙ্কটের বিষয়ে মানবিক আবেদন প্রথম প্রচার হয়েছিল খবরের ঘন্টায়।এর আগে বাংলাদেশের ঢাকাতে খেলতে যাওয়ার আগেও সীমার আর্থিক সঙ্কটের বিষয়ে মানবিক আবেদনসম্পন্ন প্রথম খবর প্রচার হয়েছিল খবরের ঘন্টায়।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —