বিএসএনএলের অস্থায়ী কর্মীদের রেশন বিতরন

নিজস্ব প্রতিবেদন ঃ একসময় বিএসএনএলের চাকরি মানেই ছিল সুখের চাকরি। কিন্তু আজ দেখা যাচ্ছে সেই চাকরির কারণেই বিএসএনএলের অনেক অস্থায়ী কর্মী পরিবার নিয়ে অনাহারে দিন কাটাচ্ছেন। এই অবস্থায় সোমবার শিলিগুড়ি এন্ড স্মাইল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এবং কোভিড উইন সহায়তা শিলিগুড়ি সংগঠনের যৌথ উদ্যোগে শিলিগুড়িস্থিত বিএসএনএলের কিছু অস্থায়ী কর্মীকে কিছুদিনের রেশন সামগ্রী বিতরণ করা হয়।কোভিড উইন সহায়তা শিলিগুড়ি সংগঠনের সদস্যদের এই কাজের জন্য ধন্যবাদ জানিয়েছে শিলিগুড়ি এন্ড স্মাইল ওয়েলফেয়ার সোসাইটি।