করোনা জয়ীদের নিয়ে যোগ দিবসে অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদন ঃ করোনা মানে মৃত্যু নয়, করোনা মানে হেরে যাওয়া নয়। শিলিগুড়ি ইউনিক ফাউন্ডেশন টিমের উদ্যোগে সোমবার বাঘাযতীন পার্ক রবীন্দ্র মঞ্চে কিছু লড়াকু করোনা যোদ্ধাদের নিয়ে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। সহযোগিতায় ছিল একাডেমি অফ বৈদিক যোগা টিম। অনুষ্ঠানের বিষয় ছিল “যোগ ব্যায়াম ও সাহসী কোভিড যোদ্ধারা”।সারা বিশ্ব যখন করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করে চলেছে , তখন করোনা জয়ীদের নিয়ে যোগ দিবসে অন্যরকম অনুষ্ঠান হল শিলিগুড়িতে।পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান গৌতম দেবও সেই অনুষ্ঠানে যোগ দেন।