মাটিগাড়া যীশু আশ্রমে উদ্বোধন সেফ হোমের

নিজস্ব প্রতিবেদন ঃ মহিলা এবং শিশুদের জন্য কোভিড সেফ হোম গড়ে করোনা ভাইরাসের সাথে মোকাবিলা করতে এগিয়ে এলো মাটিগাড়ার যিশু আশ্রম । সহযোগিতায় রয়েছে দার্জিলিং জেলা প্রশাসন এবং সিনি শিলিগুড়ি ।সোমবার তারই শুভ দ্বারোদ্ঘাটন অনুষ্ঠিত হলো । উদ্বোধন হয় শিলিগুড়ি পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান গৌতম দেবের হাত ধরে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাদার মাটিগাড়া যিশু আশ্রম, জেলা শাসক দার্জিলিং, বি ডি ও মাটিগাড়া, মুখ্য স্বাস্থ্য আধিকারিক দার্জিলিং এবং ডিন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল প্রমুখ ।এই সেফ হোমের মাধ্যমে উপকৃত হবেন করোনা আক্রান্তরা।