মিত্র সম্মিলনীর দুর্গা পুজোর খুঁটি পুজো

নিজস্ব প্রতিবেদন ঃ  শিলিগুড়ির ঐতিহ্যমন্ডিত প্রাচীন দুর্গা পুজো মিত্র সম্মিলনীর দুর্গা পুজোর খুঁটি পুজো মঙ্গলবার অনুষ্ঠিত হলো পুরনো প্রথা মেনে।এদিন ছিলো রথের পুন্য তিথি। এই তিথিতে কাঠামো পুজোর মধ্য দিয়ে দুর্গা পুজোর সূচনা হ।ঢাকের বাদ্যির সঙ্গে পুরোহিত দিয়ে দেবীর কাঠামোর পুজো করেন ক্লাব উদ্যোক্তারা।ক্লাবের সকল সদস্য এই পুজোয় অংশগ্রহণ করেন।ক্লাবের সম্পাদক অশোক ভট্টাচার্য জানান,এবারে তাদের দুর্গা পুজো ৯৭ বছরে পদার্পণ করছে। শিলিগুড়িতে বর্তমানে ছোট ও বড় বাজেটের ১৭৩টি দুর্গা পুজো হয় ।তথাকথিত জাঁকজমক বা থিমের পূজো না করলেও শহরের প্রাচীন মিত্র সম্মেলনীর পুজো দেখতে আজও ভিড় করেন প্রচুর মানুষ।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —-