শিলিগুড়িতে ইসকন রথ

নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার ছিলো রথ যাত্রা। শিলিগুড়িতে এই রথ যাত্রার মধ্যে বিশেষ আকর্ষণ ছিলো ইসকন রথ।
মঙ্গলবার শ্রীক্ষেত্র-পুরীধামে শুভ রথযাত্রার সঙ্গে সঙ্গে সমগ্র বিশ্বব্যাপী এই রথযাত্রা উদযাপিত হচ্ছে।১৯৬৭ সালে আমেরিকার সান-ফ্রানসিস্কো শহরে সর্বপ্রথম ইসকন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ ইসকন রথযাত্রার সূচনা করেন। শিলিগুড়ি ইসকনে মঙ্গলবার ৩৪’তম রথযাত্রা উদযাপিত হয়।
শিলিগুড়ি ইসকনে
শ্রীশ্রীজগন্নাথের রথ উদ্বোধন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। শ্রীবলদেবের রথের শুভ সূচনা করেন পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদি।সুভদ্রা দেবীর রথের শুভ সূচনা করেন আই এ এস তথা শিলিগুড়ির মহকুমা শাসক প্রিয়াঙ্কা সিং।সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের অতিরিক্ত এডভোকেট জেনারেল জয়জিৎ চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী রতন বিহানি, পরিবেশবিদ ও আইনজীবী দীপজ্যোতি চক্রবর্তী, পুরসভার মেয়র পরিষদ সদস্য মুন্না প্রাসাদ প্রমুখ। শিলিগুড়ি ইসকনের তরফে নামকৃষ্ণ দাস জানিয়েছেন, ইস্কনের পরিচালনায় এবছর শিলিগুড়ি শহরে বিরাট আকারে জগন্নাথ দেবের মাসির বাড়ি বা গুন্ডিচা মন্দির তৈরি হয়েছে ডাবগ্রাম সূর্য্য নগর ময়দানে। সেখানে ২০ তারিখ থেকে ২৮ তারিখ দুপুর পযন্ত প্রতিদিন শ্রীজগন্নাথের ওপর আধ্যাত্মিক আলোচনা করবেন বিভিন্ন ভক্ত। ২২শে জুন আলোচনার জন্য আসছেন ইসকন পরিচালন মন্ডলীর সদস্য শ্রীমদ ভক্তি পুরুষোত্তম স্বামী। পরিবেশের সার্বিক কল্যাণের উদ্দেশ্যে বিভিন্ন কর্মসূচী যেমন “গাছ লাগাও পরিবেশ বাঁচাও”, “সেফ ড্রাইভ সেভ লাইভ” “নেশা মুক্ত সমাজ গড়ে তুলুন” বিষয়ের ওপর এই রথযাত্রা উপলক্ষে প্রচার করছে ইসকন।স্থানীয় ভাবে এই রথ যাত্রার সামগ্রিক পরিচালনায় রয়েছেন শিলিগুড়ি ইসকন মন্দিরের সভাপতি স্বামী অখিলাত্মাপ্রিয় দাস।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —-