মানবিক স্পর্শে স্পর্শ ও স্পন্দন

নিজস্ব প্রতিবেদন,শিলিগুড়িঃ মানবিক স্পর্শে আরও অন্যরকম হয়ে উঠল শিলিগুড়ি এন জে পি গেট বাজার রেল কলোনির স্পর্শ ও স্পন্দন। রাস্তার ধারে পড়ে থাকা অসহায় শিশু, সেরিব্রাল পালসি বা বিশেষ চাহিদাসম্পন্নদের মূল স্রোতে ফেরানোর জন্য দিনের পর দিন কাজ করছে স্পর্শ ও স্পন্দন। আর তাদের সেই কাজকে স্বীকৃতি দিয়ে মানবিক মুখের অন্যরকম নজির তৈরি করলো এল আই সি ডেভলপমেন্ট অফিসার্স এসোসিয়েশনের সদস্যরা।
শনিবার শিলিগুড়ি বর্ধমান রোডের একটি ভবনে এল আই সির ডেভলপমেন্ট অফিসারদের সংগঠন ন্যাশনাল ফেডারেশন অফ ইন্স্যুরেন্স ফিল্ড ওয়ার্কার্স অফ ইন্ডিয়ার দ্বিবার্ষিক সাধারন সম্মেলন হয়। সেখানে জলপাইগুড়ি ডিভিশনের অধীন সিকিম ও উত্তরবঙ্গের ২৮৬ জন ডেভলপমেন্ট অফিসার যোগ দেন। সম্মেলনে উপস্থিত প্রতিনিধিরা তাদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আলোচনা করেন। তবে এরমধ্যে বিশেষ উল্লেখযোগ্য দিক হল স্পর্শ ও স্পন্দনকে মানবিক স্পর্শ দেওয়া। সম্মেলনের জন্য তৈরি হওয়া অভ্যর্থনা কমিটির আহ্বায়ক অরুপ কর্মকার জানিয়েছেন, এদিন তারা স্পর্শ ও স্পন্দনের সম্পাদিকা শ্বেতা সেনের হাতে পনের হাজার টাকার চেক তুলে দিয়েছেন।তাছাড়া পাঁচ কেজি সরষে তেলও প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে স্পর্শ ও স্পন্দনের কাজকর্ম নিয়ে ভিডিও ক্লিপিংস মেলে ধরা হয়। অনুষ্ঠান মঞ্চ থেকে উপস্থিত ডেভলপমেন্ট অফিসারদের কাছে আবেদন জানানো হলে আরও ২৪ হাজার টাকার ওপর সহায়তা স্পর্শ ও স্পন্দনের জন্য চলে আসে বলে ডেভলপমেন্ট অফিসার মনোতোষ দত্ত জানিয়েছেন।