ডুবে যাওয়া নৌকাই প্রান বাঁচালো সাত কৃষকের

তিস্তা নদীতে নৌকাডুবি।ডুবে যাওয়া নৌকাই প্রান বাচালো সাত কৃষকের।ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার মালবাজারের চাপাডাঙ্গা এলাকায়। ঘটনার পর খবর পেয়ে গভীর রাতে এলাকায় যান রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। ডুবে যাওয়া নৌকা ধরে প্রায় পাচ ঘন্টা তিস্তা নদীর জলে ভেসে প্রানে বাচলেন ৭কৃষক। মঙ্গলবার সকালে সাত কৃষককে উদ্ধার করে জলপাইগুড়ি কোতয়ালী থানায় নিয়ে আসে পুলিশ।

সাত কৃষক প্রতিদিনের মতো গরু আনতে চ্যাংমারি গ্রামপঞ্চায়েতের শান্তির মোড় থেকে তিস্তা নদী পেরিয়ে ভক্তের চরে যাচ্ছিলেন ।ফিরে আসার সময় মাঝ তিস্তা নদীতে নৌকা উল্টে ডুবে যায়। এরপর থেকে কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না।উল্টে যাওয়া নৌকা ধরে প্রায় ৫ঘন্টা তিস্তার নদীতে ভেসে জলপাইগুড়ি পাহারপুর এলাকায় চলে আসেন ডুবে যাওয়া ৭কৃষক।সেখানেই কোনো প্রকার নদীর ধারে উঠেন এই সাত জন। রাতেই মালবাজার মহকুমার চ্যাংমারি গ্রামপঞ্চায়েত এলাকায় যান রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব।গভীররাতে ডুবে যাওয়া কৃষকরা একটি মোবাইল ফোন জোগার করে তাদের পরিবারকে তাদের সুস্থ থাকার কথা জানান। এর খবর পেয়ে স্বস্তি আসে পরিবারের সদস্যদের মধ্যে।কোনো প্রকার প্রানে বেচে জলপাইগুড়ি মৌয়ামারির চরে একটি বাড়িতে রাতে আশ্রয় নেয় এই ৭জন কৃষক।মঙ্গলবার জলপাইগুড়ি কোতয়ালী থানার পুলিশ ও রেসকিউ টিমের সদস্যরা গিয়ে ৭কৃষককে থানায় নিয়ে আসে। থানায় আসেন স্থানীয় গ্রামপঞ্চায়েতের প্রধান সহ পরিবারের সদস্যরা। রাতেই ঘটনাস্থলে গিয়ে মন্ত্রী গৌতম দেব জানান, ভবিষ্যতে নৌকা নিয়ে নদী পারাপারের সময় যেনো যাত্রী সুরক্ষার ব্যবস্থা হয়। আগামী দু-একদিনের মধ্যে জেলা প্রশাসনের সঙ্গে বসে এই কৃষকদের লাইফ জ্যাকেট দেওয়ার বিষয়ে তিনি কথা বলবেন বলে মন্ত্রী জানান । অন্যদিকে প্রানে বেচে জলপাইগুড়ি কোতয়ালী থানার পুলিশের সাহায্যে ৭কৃষক ঘরে ফিরতে পেরে খুশি।