আদিনা ডিয়ার ফরেস্টে থাকার ব্যবস্থা হচ্ছে এবার

  1. নিজস্ব প্রতিবেদন ঃ পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে মালদার আদিনা ডিয়ার ফরেস্টে গড়ে তোলা হচ্ছে আধুনিকভাবে থাকার জায়গা এবং রেস্তোরাঁ। এতদিন মালদার অদিনার ডিয়ার ফরেস্টে পর্যটকদের জন্য কোনরকম খাবার ব্যবস্থা ছিল না। বনদপ্তরের উদ্যোগেই এই এলাকার পর্যটন শিল্পকে আরো আকর্ষণীয় করে তুলতেই নতুন ভাবে রেস্তোরা এবং থাকার ব্যবস্থা গড়ে তোলার কাজ চলছে। সেই কাজ হয় প্রায় শেষের দিকে। খুব শীঘ্রই রেস্তোরা এবং নতুন একটি থাকার ব্যবস্থা চালু করে দেওয়া হবে বলে বনদপ্তর সূত্রে জানানো হয়েছে।