শিক্ষার প্রসারে অনন্য ভূমিকা, রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন মালদহের হরিস্বামী দাস

নিজস্ব প্রতিবেদন ঃ রাষ্ট্রপতি পুরস্কারের ডাক পেয়ে বাংলার মুখ উজ্জ্বল করলেন মালদহের শোভানগর হাইস্কুলের প্রধান শিক্ষক হরিস্বামী দাস। ৫০ বছর বয়সী ওই প্রধান শিক্ষক আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছ থেকে পুরস্কার নেবেন। ওইদিন মালদহের জেলাশাসকের দপ্তরে বসেই এই ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্যে দিয়ে শোভানগর হাইস্কুলের প্রধান শিক্ষক হরিস্বামী দাসকে রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে । গোটা দেশের মোট ৪৪ জন এবারে এই সম্মান পাচ্ছেন। যার মধ্যে বাংলার একমাত্র শিক্ষক হিসেবে রয়েছেন মালদহের হরিস্বামী দাস । তার এই পুরষ্কার পাওয়ার বিষয়টি প্রশাসনের তরফ থেকে জানানোর পর জেলার শিক্ষক মহলে রীতিমতো উচ্ছ্বাস তৈরি হয়েছে।
সংশ্লিষ্ট স্কুল সূত্রে জানা গিয়েছে, ২০১৫ সালে নির্মল বিদ্যালয় হিসেবে পুরস্কার পেয়েছিল শোভানগর হাইস্কুল কর্তৃপক্ষ। ২০১৮ সালে শিশু মিত্র পুরস্কার পেয়েছিল ওই স্কুল কর্তৃপক্ষ। ২০১৯ সালে যামিনী রায় পুরস্কারে সম্মানিত করা হয় ওই স্কুলকে। যার দায়িত্বে ছিলেন স্কুলের প্রধান শিক্ষক হরিস্বামী দাস। এরপরই করোনার সংক্রমণ শুরু হওয়ায় বন্ধ হয়ে যায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। ছাত্র-ছাত্রীদের মানসিক ভাবে চাঙ্গা রাখতেই শোভানগর হাইস্কুলের প্রধান শিক্ষক পড়ুয়াদের বাড়ি বাড়ি গিয়ে দেখা করেন। ছাত্র-ছাত্রীদের মানসিকভাবে চাঙ্গা করার ক্ষেত্রে তিনি কাউন্সেলিং করেন। চলতি বছর তিনি “হাইব্রিড লার্নিং” পদ্ধতির কথা নয়াদিল্লিকে জানিয়েছেন। করোণা আবহে অর্ধেক পড়ুয়া স্কুল এবং অর্ধেক বাড়িতে থেকে কিভাবে পড়াশোনা করতে পারবে, তা নিয়েই এই মডেল তৈরি করেছেন হরিস্বামীবাবু । যা পছন্দ হয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের ।
শিক্ষক হরিস্বামী দাস জানিয়েছেন, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর প্রত্যেকটি বইয়ের কিউআর কোড তৈরি করেছেন তিনি। যা রাজ্যের আর কোন স্কুল করে নি। এর ফলে প্রত্যেক ছাত্র-ছাত্রীর যেকোনো জায়গায় একটি মোবাইল থেকেই যেকোনো বই পড়ে ফেলতে পারছেন । আর তার এই নতুন পদ্ধতিটি অত্যন্ত কার্যকরী বলেই মনে করেছে দিল্লি । এর ফলে তাঁকে রাষ্ট্রপতি সম্মানে পুরস্কৃত করার কথা ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফ থেকে।
এদিকে শোভানগর হাইস্কুলের প্রধান শিক্ষক হরিস্বামী দাস এর আগেও গ্লোবাল টিচার্স অ্যাওয়ার্ড পেয়েছেন । ওই প্রধান শিক্ষক জানিয়েছেন, প্রশাসনের তরফ থেকে তাকে জানানো হয়েছে ৫ সেপ্টেম্বর ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে রাষ্ট্রপতি পুরস্কৃত হিসাবে তাকে সম্মানিত করা হবে। তিনি বলেন, করোনা সংক্রমনের মধ্যে স্কুল বন্ধ থাকলেও অনলাইনে ক্লাস, সেমিনার সবকিছুই হয়েছে। সারাবছর বিভিন্নভাবে ছাত্র-ছাত্রীদের পাশে থেকে নানান শিক্ষামূলক সামাজিক কাজ করেছি। ৫ সেপ্টেম্বর জেলাশাসকের দপ্তরে বসেই রাষ্ট্রপতির কাছ থেকেই এই সম্মান গ্রহণ করবেন। শোভানগর হাইস্কুলের প্রধান শিক্ষক হরিস্বামী দাসের এই কৃতিত্বে রীতিমত উচ্ছ্বাসিত মালদহের শিক্ষা মহল।