
নিজস্ব প্রতিবেদন ঃনিষ্কাম খালসা সেবা এবং গোথলস্ মেমোরিয়াল স্কুল এলুমনির যৌথ উদ্যোগে শিলিগুড়ির বিভিন্ন এলাকার দুঃস্থ মানুষদের মধ্যে তৈরি করা খাদ্য বিতরণ শুরু হল শনিবার । শিলিগুড়ি হিলকার্ট রোডে পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান গৌতম দেবের হাত ধরে এই অনুষ্ঠানের সূচনা হয় এদিন। অপরদিকে
নিষ্কাম খালসা সেবা ফাউন্ডেশনের উদ্যোগে এবং শিলিগুড়ি তেরাই লায়ন্স ব্লাড সেন্টারের সহযোগিতায় তথা অস্মিত সালুজার স্মৃতির উদ্দেশ্যে স্বেচ্ছায় রক্ত দান শিবিরের আয়োজন করা হয় শনিবার । পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব ছাড়াও পুলিশ কমিশনার গৌরব শর্মা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় অসহায় মানুষের জন্য বিনামূল্যে অক্সিজেন এবং এম্বুলেন্সের ব্যবস্থাও করে নিস্কাম খালসা সেবা।
