
নিজস্ব সংবাদদাতা, দার্জিলিং, ২০ সেপ্টেম্বরঃ ডুয়ার্স এবং তরাই-এর পর এবার পাহাড়ের চা-বাগানগুলির জন্য ২০% হারে পূজা বোনাস-এর সিদ্ধান্ত গৃহীত হল। জিটিএ-এলাকার ৮৭ টি চা-বাগানের জন্য ১০% হারে বোনাসের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই ২০% বোনাসের মধ্যে ১৫% বোনাস পূজার আগে ১০ অক্টোবরের মধ্যে দেওয়া হবে। অন্যদিকে, বাকি ৫% বোনাস দেওয়ালির আগে দেওয়া হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দার্জিলিং-এ আয়োজিত চা-বাগানের বোনাস সংক্রান্ত দ্বিতীয় বৈঠকে রবিবার এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

শনিবার জিটিএ-এলাকার ৮৭ টি চ-বাগানের বোনাস নিয়ে প্রথম বৈঠকে বহু আলোচনার পরও ১৮.৫% হারে বোনাস দিতে রাজি হয় চা-বাগান কতৃপক্ষগুলি। কিন্তু শ্রমিক সংগঠনগুলি এই সিদ্ধান্ত মেনে না নেওয়ায়, শনিবারের বোনাস বৈঠক ভেস্তে যায়। রবিবার ফের বোনাস বৈঠক বসে। শ্রমিক সংগঠনগুলির দাবী মেনে নিয়ে শেষ পর্যন্ত তরাই-ডুয়ার্সের চা বাগানগুলির হারেই বোনাস দিতে সম্মত হয় বাগান-মালিকরা।
জিটিএ-এলাকার ৮৭ টি চা-বাগানে ২০% হারে বোনাস দেওয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন গোর্খা জন মুক্তি মোর্চার বিমল গুরুং বিরোধী গোষ্ঠীর সভাপতি বিনয় তামাং। পাহাড়ের চা-বাগানগুলিতে ২০% হারে বোনাস দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জিটিএ চেয়ারম্যান অনিত থাপাও।অপরদিকে, ২০% হারে বোনাস দেওয়ার সিদ্ধান্তে খুশীর হাওয়া পাহাড়ের ৮৭ টি চা-বাগানের শ্রমিক মহল্লাতেও।