
নিজস্ব প্রতিবেদনঃ রাজ্য সরকারের আই সি ডি এস দপ্তরের অধীন তিনি একটি স্কুলের শিক্ষিকা। সেই চাকরি থেকে তিনি যা বেতন পান তার একটি অংশ দিয়ে তিনি নিয়মিত পথ কুকুরদের সেবা করেন। প্রতিদিন তিনি তাঁর পরিবারের জন্য যে রান্নাবান্না করেন তার একটি অংশের খাদ্য সামগ্রী তিনি বিলি করেন পথ কুকুরদের মধ্যে। শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি আশ্রমপাড়ার বাসিন্দা টুম্পা সরকার এভাবেই এলাকাতে ক্রমশ ব্যতিক্রমী হয়ে উঠছেন।

শীত পড়ছে। শীতে মানুষেরা সোয়েটার, কম্বল, জ্যাকেটের মধ্যে প্রবেশ করেন কিন্তু পথ কুকুরেরা? ওই অবলা প্রানীরাও একটু উষ্ণতা চায়। আর সেটি উপলব্ধি করেছেন নকশালবাড়ির টুম্পা। চটের বস্তা নিয়ে রাস্তায় বেরিয়ে পথ কুকুরদের একটু উষ্ণতা দেওয়ার চেষ্টা করেন টুম্পা। অসুস্থ পথ কুকুরদের চিকিৎসা সেবাও দিয়ে থাকেন। মাঝখানে লকডাউনের সময় নকশালবাড়ি এলাকায় লাগাতরভাবে পথ কুকুরদের প্রতিদিন দুবেলা খাবার পৌঁছে দিয়েছেন টুম্পা। স্থানীয় কিছু মানুষও এই কাজে তাঁকে সহায়তা করেছেন।
এসবের বাইরে আবার নকশালবাড়ির চা বাগান বস্তি অঞ্চলে অসহায় দুঃস্থ মানুষদের বস্ত্র পৌঁছে দিয়ে মানবিকতার নজির তৈরি করেছেন টুম্পা। বিভিন্ন মানুষের কাছ থেকে বস্ত্র সংগ্রহ করেন টুম্পা, সংগ্রহ করেন গরম জামাকাপড়ও। সেসব বিলি করেছেন চা বাগানে। সবমিলিয়ে আজকের দিনে মানবিক ও সংবেদনশীল কাজের মাধ্যমে নজির সৃষ্টি করেছেন টুম্পা।