পূর্ব বিবেকানন্দ পল্লীতে রক্তদান শিবির

নিজস্ব প্রতিবেদন ঃ লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি আনন্দের আয়োজনে এবং পূর্বাচল নাগরিক সমিতি ও সুকান্ত নগর রাইজিং ক্লাবের সহযোগিতায় রবিবার শিলিগুড়ি পূর্ব বিবেকানন্দ পল্লীতে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। তার সঙ্গে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা শিবির বসে। স্থানীয় অতুল প্রসাদ সরনির বহু বাসিন্দা সেই রক্ত দান শিবিরে অংশ নেন। আয়োজকদের তরফে প্রজেক্ট চেয়ারম্যান লায়ন অরিন্দম মিত্র, অতুল ঝাওয়ার এবং বিশিষ্ট সাংবাদিক নিধুভূষন দাস জানিয়েছেন, রক্ত সঙ্কট মেটাতে মানুষের সেবার ভাবনা থেকেই তাদের এই অনুষ্ঠান।