
সজল কুমার গুহ ঃশিলিগুড়ির বুকে গত ৩রা ডিসেম্বর থেকে শুরু হওয়া টানা সতেরো দিনের বইমেলা দুটি জায়গায়, সরকারি ও বেসরকারি সংগঠনের, একটি নজির সৃষ্টি করলো বলা যায়। ভালো মন্দ মিলিয়ে ভালোই ছিল দুটি বইমেলা।শীতের আমেজে প্রতিদিন না হলেও সাধারণ পাঠক ও উৎসাহী মানুষের সংখ্যা চোখে পড়ার মতো ছিল কোনো কোনো দিন। বিক্রি স্বাভাবিকভাবে মন্দ হয়নি বলে জানি। বিভিন্ন বিষয়ে আলোচনা, কবিতা পাঠের আসর নাচ গান, হৈ হুল্লোর খাওয়া দাওয়া সবমিলিয়ে ভালোই বলা যায়।
স্থানীয় প্রশাসনের তরফে প্রাক্তন মন্ত্রী গৌতম দেব, শিলিগুড়ির মহকুমা শাসক, পাঠাগার মন্ত্রী সিদ্দিকুললা চৌধুরী,জন শিক্ষা দফতরের যুগ্ম সচিব ছাড়া কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব যেমন অভিনেতা পরিচালক অঞ্জন দত্ত, কবি লেখক সৈয়দ হাসনাত জালাল সাহিত্য সংস্কৃতি ভাষা নিয়ে যার বক্তব্য ভীষণ গ্রহন যোগ্যতা পায় সংস্কৃতিমনা মানুষদের কাছে। ভারতের স্বাধীনতার ৭৫ বর্ষ, সংবিধান, মণীষীদের অবদান, পরিবেশ ইত্যাদি নিয়ে বিদগ্ধ জনদের ব্যক্তব্য বইমেলায় উপস্থিত মানুষের মনে দাগ কাটে। ছিল স্থানীয় কয়েকজন কবি লেখকদের বই প্রকাশ, ক্যুইজ ইত্যাদি নানা বিষয়ে সুন্দর সুন্দর উপস্থাপনা সবমিলিয়ে যা দুইটি বইমেলার মান বাড়িয়ে দেয় অনেকটাই।এর মাঝে একটা কথা বলে রাখা ভালো যে এতো ব্যস্ততার মাঝেও ক্ষুদ্র পত্রিকা স্টলের কবি লেখকরা তাদের লেখা নানা ধরনের কাব্যগ্রন্থ ও বই তুলে ধরে। বিগত দিনে গত হওয়া কবি লেখকদের নিয়ে স্মরণ সভাও হয়।করোনায় আক্রান্ত হয়ে চলে যাওয়া শিলিগুড়ির ‘সাহিত্য অঙ্গন’ এর কর্ণধার বিবেক কবিরাজ (৫২) ও লেখক সুকুমার দাশগুপ্ত এবং বয়স জনিত কারণে চলে যাওয়া বর্ষীয়ান লেখক সুনীল মুখার্জী ও লেখক তথা প্রাক্তন প্রধান শিক্ষক সুবীর চৌধুরী মহাশয়দের প্রতিকৃতিতে মাল্যদান ও দীপ জ্বেলে তাদের সমন্ধে বক্তব্য রাখেন আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতি শিলিগুড়ি শাখার সম্পাদক সজল কুমার গুহ,সুশেতা বসু, বিদ্যুৎ রাজগুরু প্রমুখ।
স্থানীয় ছোট মাঝারি ও বয়স্ক শিল্পীদের বিভিন্ন ক্ষেত্রে উপস্থাপনা ছিল মানের যা দর্শকদের মন জয় করে।
পছন্দের বই, পত্র পত্রিকা কিনতে কলকাতা ও স্থানীয় বিভিন্ন স্টলে বিভিন্ন বয়সের পাঠকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কেনাকাটা ভালোই হয়েছে বলা যায়। সত্যিই বই এর মতো প্রকৃত বন্ধু আর নেই। কবিগুরুর মতে “বই হচ্ছে অতীত আর বর্তমানের মধ্যে বেঁধে দেওয়া সাঁকো।” ফ্রান্সের জ্যাক দেরিদার মতে’ মানুষকে
বাঁচিয়ে রাখে বইয়ের পরিবেশ’

সংযোজন: ৩৯ তম উত্তরবঙ্গ বইমেলায় আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতি শিলিগুড়ি শাখা বাংলার নবজাগরণের পথিকৃৎ রাজা রামমোহন রায়ের উপর আলোচনা সভা আয়োজন করে ক্ষুদ্র পত্রিকা স্টলে, অংশগ্রহণে ছিলেন নিখিল সরকার, অনিল সাহা, সজল কুমার গুহ প্রমুখ। আবার এগারোতম শিলিগুড়ি মহকুমা বইমেলার শেষ দিনে কবিতা পাঠের আসর বসে ক্ষুদ্র পত্রিকা স্টলে যাতে শিক্ষক ছাত্র ছাডা কবি লেখকরা যোগ দেন। বইমেলা এক আত্মীয়তার সম্পর্ক গড়ে তোলে।বইয়ের মতো ভালো বন্ধু আর নেই।