রক্তদানে মানবিকতার নজির, এনজেপি স্টেশনে স্বেচ্ছা রক্তদান শিবির

নিজস্ব প্রতিবেদন:
রক্তদানের মাধ্যমে জীবন বাঁচানোর বার্তাকে সামনে রেখে শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি জি আর পি এসের উদ্যোগে এক মানবিক কর্মসূচির আয়োজন করা হলো। শনিবার এনজেপি জিআরপিএস ও লায়ন্স ক্লাবের যৌথ ব্যবস্থাপনায় নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে ‘উৎসর্গ’ নামে এই স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।

প্রতিবছরের মতো এ বছরও প্রশাসনের সহযোগিতায় এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশ নেন জিআরপিএস ও আরপিএফের আধিকারিক ও কর্মীরা। উপস্থিত ছিলেন শিলিগুড়ি জিআরপিএস রেলওয়ে পুলিশের সুপারিনটেনডেন্ট কুনুওয়ার ভূষণ সিং, আরপিএফ ইন্সপেক্টর মুকেশ কুমার রাজাক,এনজেপি জিআরপিএসের আইসি পাসাং রিঞ্জিং শেরপা-সহ সংশ্লিষ্ট দফতরের অন্যান্য আধিকারিক ও পুলিশ কর্মীরা।

অনুষ্ঠান চলাকালীন শিলিগুড়ি জিআরপিএসের এসআরপি কুনুওয়ার ভূষণ সিং ও আরপিএফ ইন্সপেক্টর মুকেশ কুমার রাজাককে ফুলের তোড়া ও ব্যাজ পরিয়ে সম্মাননা জানান এনজেপি জিআরপিএসের আইসি পাসাং রিঞ্জিং শেরপা।
এই রক্তদান শিবিরে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন জিআরপিএস ও আরপিএফের আধিকারিক ও পুলিশ কর্মীদের পাশাপাশি রেলযাত্রী এবং সাধারণ মানুষ।

বিপুল উৎসাহের সঙ্গে এদিন ৫০ জনেরও বেশি মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন।এছাড়াও অনুষ্ঠানে বিশেষ সংবর্ধনা জানানো হয় মাটিগাড়া এলাকার সাত বছরের শিশু কাব্যশ্রী ছেত্রীকে। কারাটেতে ব্ল্যাক বেল্ট অর্জন করে উত্তরবঙ্গে প্রথম হওয়ায় তাকে সম্মানিত করেন শিলিগুড়ি জিআরপিএসের এসআরপি কুনুওয়ার ভূষণ সিং। মানবিক উদ্যোগের পাশাপাশি ক্রীড়া প্রতিভাকে স্বীকৃতি দেওয়ায় এই অনুষ্ঠান বিশেষ গুরুত্ব বহন করে।