
নিজস্ব প্রতিবেদনঃজলপাইগুড়ির কোতোয়ালি থানার অন্তর্গত দুই জায়গায় যৌথভাবে বাল্য বিবাহ রুখে দিল জলপাইগুড়ি চাইল্ড লাইন ও কোতোয়ালি থানার পুলিশ। সচেতনতার অভাবে গ্রাম্য এলাকা থেকে মাঝেমধ্যে বাল্য বিবাহের অভিযোগ উঠছে বলে অভিযোগ। জলপাইগুড়ি সদর ব্লকের গড়াল বাড়ি ও দেবনগর এলাকায় বাল্য বিবাহের আয়োজন করা হয়েছিল।গোপন সূত্রে খবর পেয়ে চাইল্ড লাইনের সদস্যরা বাল্যবিবাহ আটকে দেয়। দুই জায়গায় বাল্য বিবাহ রুখে দেওয়া হয়। দুই নাবালিকার বিবাহ হতে যাচ্ছিল বলে অভিযোগ। নাবালিকার বিয়ে আইনত নিষিদ্ধ। বাল্য অবস্থায় বিয়ে করলে কি ধরণের সমস্যা হয় সেই বিষয়ে সোমবার দুই পরিবারের অভিভাবকদের কাউন্সিলিং করা হয়। বাল্য অবস্থায় বিয়ে করলে সরকারি অনুদান থেকেও বঞ্চিত থাকবে তারা। জলপাইগুড়ি কোতোয়ালি থানায় সেই বিষয়টিও তুলে ধরা হয় এদিন।
