বিশ্ব জল দিবসে হাসপাতালের রোগীদের মধ্যে বিশুদ্ধ পানীয় জল বিতরন ফাঁসিদেওয়ায়

নিজস্ব প্রতিবেদন ঃ সোমবার ছিল বিশ্ব জল দিবস। এই দিবসে জলের অপচয় বন্ধ করা তথা জল সংরক্ষণের প্রচার চালালেন শিলিগুড়ি মহকুমার বিধাননগর ওয়েলফেয়ার সোসাইটির বিশিষ্ট সমাজসেবী বাপন দাস।এদিন বাপনবাবুরা ফাঁসিদেওয়া ব্লক হাসপাতালে রোগী, ডাক্তার ও তাদের পরিজনদের হাতে বিশুদ্ধ পানীয় জল এবং মিস্টি বিলি করেন। পুলিশ কর্মী তথা সমাজসেবী বাপন দাস বিধাননগর ও তার পার্শ্ববর্তী এলাকায় ধারাবাহিকভাবে বিভিন্ন সামাজিক কাজ চালিয়ে যাচ্ছেন। নতুন নতুন ভাবনা নিয়ে কাজ করছেন বাপনবাবু এদিন জল দিবসে তিনি সকলের মধ্যে প্রচার করেন যে জল নিয়ে আমাদের সকলকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে চিন্তাভাবনা করতে হবে। এখনই আমরা সতর্ক না হলে আগামী দিনে জলের জন্য এক ভয়াবহ অবস্থা তৈরি হবে।