
নিজস্ব প্রতিবেদন ঃ উত্তর দিনাজপুর জেলায় বৃহস্পতিবার একপ্রকার শান্তিপূর্ণভাবেই ভোটদান পর্ব শেষ হয়েছে। ইসলামপুরের বিদায়ী বিধায়ক তথা তৃনমুল প্রার্থী আব্দুল করিম চৌধুরী ইসলামপুর পুরাতন পল্লীর বুথে ভোটদান করেন এদিন।ঝড়জলের মধ্যেই ভোট হয়। তবে কিছু বুথে পর্যাপ্ত আলো ছিল না বলে অভিযোগ করেন আব্দুল করিম চৌধুরী। তিনি নির্বাচনী প্রশাসনের নজরে বিষয়টি আনেন। পরে সেসব বুথে আলোর ব্যবস্থা হয়। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিধান সভার বাহিন গ্রাম পঞ্চায়েতের একটি গ্রামে কিছু সময় উত্তেজনা তৈরি হয়। সেখানে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মারধরের অভিযোগ ওঠে।
